ফটো সাংবাদিকদের কাজ খুবই ঝুঁকিপূর্ণ: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘ফটো সাংবাদিকদের কাজ খুবই ঝুঁকিপূর্ণ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফটো সাংবাদিকদের কাজে তৃপ্তি ও আনন্দ রয়েছে। জীবন কঠিন হলেও সেই আনন্দের কারণে তারা এগিয়ে যান।’
শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় শাখার সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, অ্যাথলেটিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ প্রমুখ।
নূর/মাসুদ