ঢাকা     রোববার   ০১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৭ ১৪৩১

হবিগঞ্জে ফুলে সজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের বিদায়

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ২ ডিসেম্বর ২০২৩  
হবিগঞ্জে ফুলে সজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের বিদায়

ফুলসজ্জিত গাড়িতে ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরি তদন্ত কেন্দ্রের কনস্টেবল দুলাল বিশ্বাস। শনিবার (২ ডিসেম্বর) রাতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এতথ্য জানানো হয়েছে। 

এর আগে, গতকাল শুক্রবার পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে নানা আয়োজনের মধ্য দিয়ে কনস্টেবল দুলাল বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে সাজানো জেলা পুলিশের একটি ডাবল কেবিন গাড়িতে করে কনস্টেবল দুলাল বিশ্বাসরকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান, কনস্টেবল দুলাল বিশ্বাসের পরিবারসহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো পড়ুন:

মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়