ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সুনামগঞ্জে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১ 

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৪ অক্টোবর ২০২৪  
সুনামগঞ্জে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১ 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় নইমুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনা হয়। 

স্থানীয়রা জানান, মাতারগাঁও গ্রামে অনাবাদি খাস জমি নিয়ে মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আগেও উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আজ দুপুরে খাস জমির দখল নেওয়ার চেষ্টায় উভয় পক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় দারা মিয়ার পক্ষের নইমুল ইসলাম নিহত হন। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এলাকার মানুষরা বলছেন, বন্দুকের গুলিতে মারা গেছেন তিনি। বিষয়টি আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। ময়নাতদন্তের পর জানা যাবে। 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দুষ্কৃতকারীদের ধরতে অভিযান পরিচালনা করছি। 

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়