ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কবরস্থানে গরু চরানো নিয়ে হামলায় ১ ব্যক্তি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৯ অক্টোবর ২০২৪  
কবরস্থানে গরু চরানো নিয়ে হামলায় ১ ব্যক্তি নিহত

হবিগঞ্জে কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবলে দৌলতপুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তরপাড়ের লোকজন বসে সিদ্ধান্ত নেয়, কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না। দেয়ালও দেওয়া হয়। তারপর সোনাহরের লোকজন গরু-ছাগল চরাচ্ছিলেন। বুধবার সকালে গরু-ছাগল চরাতে তাজুল ইসলাম নিষেধ করেন। তখন সোনাহরের লোকজন তার ওপর হামলা করে। এ সময় ঘটনাস্থলে তাজুল মারা যায়। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

মামুন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়