ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

সুনামগঞ্জে প্রধান শিক্ষক অপসারণ নিয়ে সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১৮ নভেম্বর ২০২৪  
সুনামগঞ্জে প্রধান শিক্ষক অপসারণ নিয়ে সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমের অপসারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

রোববার (১৭ নভেম্বর) উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক তদবির আলমের বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দর রূপের গ্রুপ এবং পাথারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল আউয়াল মেম্বারের গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে রোববার দুইপক্ষের সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া ও জাকারিয়া নামে দুই ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/মনোয়ার/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়