ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

হবিগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২২ ডিসেম্বর ২০২৪  
হবিগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় আজগর আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

শনিবার (২১ ডিসেম্বর) রাতে মহাসড়কের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আজগর মেহেরপুর হবিগঞ্জ সদর উপজেলার কাঠালপুতা গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে। 

রোববার সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক এসব তথ্য দেন। 

তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস রাত ৮টা ৫ মিনিটের দিকে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী আজগর আলী ঘটনাস্থলেই নিহত হন। 

তিনি আরো জানান, এ ঘটনায় বাস ফেলে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করে।

ঢাকা/মামুন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়