ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৯ এপ্রিল ২০২৫  
হবিগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সামাদ উল্যা বাচ্চু

হবিগঞ্জে মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সামাদ উল্যা বাচ্চু (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় উভয় পক্ষের আরো কয়েকজন আহত হন।  

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভাটি শৈলজুড়া (গৈয়বপুর) গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন।

আরো পড়ুন:

আহত সামাদ উপজেলার গৈয়বপুর গ্রামের মৃত ইউসুফ উল্যার ছেলে। তিনি রাজিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি।  

স্থানীয় সূত্র জানায়, গৈয়বপুর জামে মসজিদের ১৮ শতক জায়গা নিয়ে স্থানীয় আব্দুল আলীর সঙ্গে মসজিদ কমিটির সভাপতি মামুন মিয়ার পক্ষের লোকজনের বিরোধ ছিল। এরই জেরে শনিবার দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় প্রতিপক্ষের লোকজন মামুন মিয়ার পক্ষের সামাদকে কুপিয়ে জখম করে।

সংঘর্ষ চলাকালে হৃদয় মিয়া (২০), আজিজ উল্যাসহ (৮০) উভয় পক্ষের আরো কয়েকজন আহত হন। পরে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক সামাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।  

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়