দক্ষিণাঞ্চলের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
নঈমুদ্দিন/শফিক || রাইজিংবিডি.কম
সচিবালয় প্রতিবেদক : দক্ষিণাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ (সোমবার) রাত থেকেই এসব রুটে যান চলাচল স্বাভাবিক হবে।
সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ঘোষণা দেন।
প্রায় দেড়ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ফরিদপুরের মধুখালীতে বেনাপোলগামী সোহাগ পরিবহণের একটি নৈশকোচে গত সোমবার রাতে ডাকাতির পর যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও তার এক সহকারীকে আটক করে।
পরে ডাকাতির মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়। তবে ডাকাতির পর চালক বাস নিয়ে মধুখালী থানায় জিডি করতে গেলে পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায় বলে দাবি পরিবহণ মালিক ও শ্রমিকদের।
এ ঘটনার পর আটক দুই পরিবহণ শ্রমিকের নিঃশর্ত মুক্তি এবং ফরিদপুরের পুলিশ সুপার ও মধুখালীর ওসিকে প্রত্যাহার দাবিতে খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা,নড়াইল ও ফরিদপুর থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১৮ রুটে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন পরিবহণ শ্রমিকরা। এতে চরম দুর্ভেোগে পড়েন ওই অঞ্চলে যাতায়াতকারী যাত্রীরা।
রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৫/নঈমুদ্দিন/শফিক/নওশের
রাইজিংবিডি.কম