ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

এ আর রহমানের গানসহ সকল তথ‌্য ও খবর

এ আর রহমানের গানসহ সকল তথ‌্য ও খবর

আল্লাহ রাখা রহমান (৬ জানুয়ারি, ১৯৬৭) পেশাদারভাবে এ. আর. রহমান নামে পরিচিত। তার জন্মস্থান ভারতের মাদ্রাজ। তার পিতার নাম কে আর শেখর। মুসলমান হিসেবে ধর্মান্তরিত হবার আগে এ আর রহমানের নাম ছিল এ এস দিলীপ কুমার। তিনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক। তিনি হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন । তিনি দুটি অস্কার, একটি `বাফটা পুরস্কার`, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার এওয়ার্ড জয় করেছেন।