ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

জাল নোট (Counterfeit Notes)

জাল নোট (Counterfeit Notes)

খবরে অনেক সময় দেখা যায় জাল নোট উদ্ধার বা জাল নোট তৈরির মেশিন উদ্ধার ইত্যাদি। আসল ব্যাংক নোট বা টাকা নকল করে প্রায় অনুরুপ নোট বা টাকা তৈরি করা করার প্রক্রিয়াকে জাল নোট বল। আসল ব্যাংক নোট ও জাল নোটের মধ্যে পার্থক্য ধরা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা, জলছাপ ইত্যাদি ভালোভাবে খেয়াল করলেই আসল এবং জাল নোটের তফাৎ বুঝা যায়। এছাড়া আতশী কাঁচ ও জাল নোট শনাক্তকারী (UV) মেশিন দ্বারাও জাল নোট শনাক্ত করা সম্ভব।