ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নোভাক জোকোভিচ (Novak Djokovic)

নোভাক জোকোভিচ (Novak Djokovic)

নোভাক জোকোভিচ সার্বিয়ার একজন পেশাদার টেনিস খেলোয়াড়। জোকোভিচের জন্ম ১৯৮৭ সালের ২২ মে। বর্তমান এটিপি র‌্যাঙ্কিং অনুযায়ী তিনি বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড়। জোকোভিচ এ পর্যন্ত ১৭ টি গ্র্যান্ডস্লাম নিজের করে নিয়েছেন। যার মধ্যে ৮ টি অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open), ৫ টি উইম্বলডন (Wimbledon), ৩ টি ইউএস ওপেন (US Open) এবং ১ টি ফ্রেঞ্চ ওপেন (French Open).