সালতামামি ২০২৪
সন্দেহ নেই, দুই হাজার চব্বিশে আমরা কাটিয়েছি অগ্নিগর্ভ সময়। মিছিলে-স্লোগানে রাজপথ ছিল প্রকম্পিত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাধা এসেছে, রক্ত ঝরেছে, এসেছে বিজয়। এই দ্রোহকাল সমাজ-রাজনীতির ইতিহাসে, ব্যক্তি স্মৃতিতে চিরজাগরুক হয়ে থাকবে। নতুন বছরে যাওয়ার আগে আরেকবার সেই সময়কে ফিরে দেখার চেষ্টা উঠে এসেছে এই আয়োজনে।