পুঁজিবাজার (Share Market)
কোন প্রতিষ্ঠান কিংবা কোন ব্যক্তি বেশি মুলধন পাবার উদ্দেশ্যে তার প্রাথমিক মুলধনকে ছোট ছোট অংশে বিভক্ত করে যখন জনগনের কাছে বিক্রি করে দেয় বা জমা রাখে যে স্থানে সে স্থানটিকে পুঁজিবাজার বা শেয়ারবাজার বলা হয়। বাংলাদেশে দুটি শেয়ারবাজার রয়েছে- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আইপিও, মার্কেট ক্যাপিটালাইজেশন, প্রাইমারি শেয়ার, সেকেন্ডারি শেয়ার ইত্যাদি টার্মস গুলো শেয়ার বাজার নিউজ বা পুঁজিবাজার নিউজের সাথে সম্পৃক্ত।