পর্যটক
যারা দূরে বা কাছে কোন প্রাকৃতিক বা ঐতিহাসিক স্থানে অবকাশ যাপন করেন অথবা দেখতে যান তারাই মূলত পর্যটক। অনেকেই বন্ধু-বান্ধব বা পরিবার নিয়ে বিভিন্ন পর্যটন স্পটে বেড়াতে যান। বাংলাদেশে বিখ্যাত অনেক পর্যটন স্পট রয়েছে। তার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির নৈসর্গিক সৌন্দর্য, মহাস্থানগড়, বৌদ্ধবিহার, কান্তজীর মন্দির, গারোপাহাড়, সিলেটের বিছানাকান্দি, জাফলং, টাংগুয়ার হাওড় ইত্যাদি অন্যতম।