উপজেলার সংরক্ষিত মহিলা সদস্যদের জন্য দশ প্রতীক চূড়ান্ত
মিথুন || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : দেশের ৪৭৮ টি উপজেলা পরিষদের মহিলাদের জন্য সংরক্ষিত সদস্য পদের জন্য ১০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত এসব প্রতীকের চূড়ান্ত অনুমোদন সোমবার দেওয়া হয়েছে। প্রতীক দশটি হচ্ছে টেবিল, মোরগ, পেঁপে, বালতি, হরিণ, চাঁদ, ঢেঁকি, খরগোশ, বক এবং গীটার।
এর আগে তিন সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে গৃহস্থালীতে ব্যবহৃত হয় এমন কিছু প্রতীক সংযোজন করেছিল ইসি। এ নিয়ে মহিলা সদস্যরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারা অভিযোগ করেছিলেন, মহিলারা ঘর থেকে বের হয়ে সামাজিক উন্নয়নে এগিয়ে আসতে চাইলেও কমিশন তাদের গৃহস্থালীতে ব্যবহৃত হয় এমন প্রতীক দিয়ে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন।
সিটি করপোরেশন নির্বাচনে উল্লেখ্যযোগ্য প্রতীকের মধ্যে ছিল শীলপাটা, গ্লাস এবং মূলা। এসব বিবেচনা করে প্রতীকে কিছুটা পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন।
গত ১৩ এপ্রিল ৪৭৮টি উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে, মনোনয়নপত্র বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। আগামী ৩০ এপ্রিলের পর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উপজেলা পরিষদে মহিলা সদস্য পদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা। সদস্যপদে প্রার্থীও হবেন ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত মহিলা সদস্যরা।
আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো উপজেলায় ১৫টি ইউনিযয়ন থাকলে উপজেলা পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি।
রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৫/মিথুন/শাহনেওয়াজ
রাইজিংবিডি.কম