মাগুরায় এক মানব পাচারকারী আটক
মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম
হাতকড়া
মাগুরা প্রতিনিধি : মাগুরায় রবিউল ওরফে রানা (২৫) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার ঢেফুলিয়া গ্রাম থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
রবিউল ঢেফুলিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। শনিবার দুপুরে পুলিশ রবিউলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় রাইজিংবিডিকে জানান, অবৈধভাবে নৌপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে মাগুরার একাধিক যুবক নিখোঁজ রয়েছে। দালাল চক্রের খপ্পরে পড়ে মালয়েশিয়া যাওয়ার পথে নিখোঁজ সদর উপজেলার ঢেফুলিয়া গ্রামের ইমরান নামে এক যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিউলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারকারী চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাচারকারী চক্রের মূল হোতার তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
উল্লেখ্য, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে মাগুরার অর্ধশতাধিক যুবক আটক আছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
রাইজিংবিডি/মাগুরা/ ২৩ মে ২০১৫/মো. আনোয়ার হোসেন শাহীন/রুহুল/এএন
রাইজিংবিডি.কম