ঢাকা     রোববার   ২৩ মার্চ ২০২৫ ||  চৈত্র ১০ ১৪৩১

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ৯ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের সঙ্গে কমেছে লেনদেন

ডিএসইর সার্বিক সূচক

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ।

 

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের  মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

 

এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৬৭ কোটি ৭০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১১৮ কোটি ৩৪ লাখ টাকা কম।

 

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইডেট এয়ারওয়েজ, বেক্সিমকো লি., কেপিসিএল, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এএফসি এগ্রো, এসিআই ফরমুলেশন ও বিএসসিসিএল।

 

দর বৃদ্ধির শীর্ষের ১০টি কোম্পানি হলো- ইউনাইডেট এয়ারওয়েজ, স্ট্যান্ডার্ড সিরামিক, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, অলটেক্স, অরিয়ন ইনফিউশন, এসিআই ফরমুলেশন, সাইফ পাওয়ার, এক্সিম ফাস্ট এম.এফ., ও বার্জার পেইন্ট।

 

দাম কমার শীর্ষের ১০টি কোম্পানি হলো- পাইওনিয়ার ইন্স্যু., আইসিবি ১ম এনআরবি, মডার্ণ ডাইং, কে এন্ড কিউ, স্ট্যাইলক্র্যাফ্ট, ঢাকা ইন্স্যু., রূপালী ব্যাংক, এএফসি এগ্রো, লার্ফাজ সিমেন্ট ও প্রাইম ১ আইসিবিএ।

 

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এরমধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৫/নিয়াজ/বকুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়