ফরিদপুর-১ আসন
আওয়ামী লীগের নমিনেশন নিলেন কাজী সিরাজুল ইসলাম
ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

কাজী সিরাজুল ইসলাম
ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১২ নভেম্বর : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় সম্ভাব্য প্রার্থীদের নমিনেশন ফরম সংগ্রহের উৎসব।
এ উৎসবে অংশ নিলেন আমিন জুয়েলার্সের চেয়ারম্যান ফরিদপুর-১ আসন থেকে কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি কাজী সিরাজুল ইসলাম। তিনিও নমিনেশন পেপার কিনেছেন। তিনি এবারো ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করতে চান।
শিল্পপতি কাজী সিরাজুল ইসলাম দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি প্রাইম ব্যাংকের পরিচালক, সিটি হাসপাতালের চেয়ারম্যান, সোনার বাংলা লাইফ ইন্সুরেন্সের উপদেষ্টা, পিপ্লস ইউনিভার্সিটির পরিচালক ও এফবিসিসিআই’র সম্মানীত সদস্য।
তাঁর সমর্থকরা জানান, কাজী সিরাজুল ইসলাম ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য থাকা অবস্থায় ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) রাস্তা ঘাট, কালবার্ট-ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মানসহ ব্যাপক উন্নয়ন মুলক কাজ করেছেন।
কাজী সিরাজুল ইসলাম নিজস্ব অর্থায়নে বোয়ালমারীতে ‘কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ’, আলফাডাঙ্গায় ‘কাজী সিরাজুল ইসলাম হোমিও প্যাথিক মেডিকেল কলেজ’, মধুখালীতে ‘কাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়’, প্রতিষ্ঠা করেছেন।
এ ছাড়া এলাকায় তিনি বেশ কয়েকটি স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়িত রাখায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। সমর্থকরা বলেন,ফরিদপুর-১ আসনে কাজী সিরাজুল ইসলামের বিকল্প তিনি নিজেই।
রাইজিংবিডি / শামটি
রাইজিংবিডি.কম