ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

আসামি ছিনিয়ে নেয়ায় গুলি চালিয়েছে পুলিশ : পুলিশ কমিশনার

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১২ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
আসামি ছিনিয়ে নেয়ায় গুলি চালিয়েছে পুলিশ : পুলিশ কমিশনার

জেলা সংবাদদাতা
বরিশাল, ১৩ জুন : মেয়রপ্রার্থী কামালের লোকজন আসামি ছিনিয়ে নেওয়ায় পুলিশ গুলি চালিয়েছে বলে জানালেন বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন।

 


পুলিশের গুলিতে বিএনপি কর্মী আহত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিতে পুলিশ লাইনস্ সার্ভিস ফোর্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি জানান, আহসান হাবিব কামালের সমর্থক ৬ জন নারী কর্মী আ’লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী শওকত হোসেন হিরণের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে।


স্থানীয় জনতা থানায় খবর দিলে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ জনকে আটক করে পিকআপে তোলার চেষ্টা করে।

এ সময় মহিলা পুলিশের কাছ থেকে আনারস মার্কার নেতাকর্মীরা দু’জনকে ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ গুলি ছুঁড়লে হারুন নামে একজন গুলিবিদ্ধ হন।

সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আটক ৫ জনসহ অজ্ঞাতনামা ১শ’ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে এ মামলায় বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামালকে আসামি করা হবে কিনা তার কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী আহসান হাবিব কামালের অভিযোগ সম্পর্কে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, অভিযোগ ভিত্তিহীন।

ঘটনার সময় ওসি শাখাওয়াত ওই স্থানে ছিলেন না। তাই তাকে অপসারণের প্রশ্নই আসে না।

 

 

রাইজিংবিডি/ হাসিবুল/ এমএএস

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়