আয়কর দেওয়ার সময় বাড়ানোর ইঙ্গিত রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের
ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর। তবে এই সময় বাড়ানোর ইঙ্গিত দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, এখন পর্যন্ত ১৬ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আয়কর দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৪২ লাখ। রিটার্ন দাখিলের যে সময় এখনো আছে, এর মধ্যে যদি অধিকাংশ করদাতা রিটার্ন দিতে না পারেন, তাহলে প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা করে সময় বাড়ানো হবে।
০৮:১৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার