বাঙালির দু’মুঠো ভাতের স্বপ্নে ‘ঘোড়া রোগের’ প্রাদুর্ভাব
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, ‘কলস যত বড়ই হউক না, সামান্য ফুটা হইলেই তাহার দ্বারা আর কোনও কাজ পাওয়া যায় না। তখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায়।’ তেমনি বলা যায়, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান ও গোষ্ঠীর অপকর্ম অনেক সময় অনেক জনপ্রিয় রাজনৈতিক দল, সরকার ও সমাজের ভাবমূর্তি নষ্ট করে অনেক ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
০৭:১৮ পিএম, ১০ জুন ২০২৪ সোমবার