পায়ে লিখে ফজলুর এইচএসসি জয়
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের সাহেব আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ফজলুর রহমান। জন্মগতভাবে তার দুই হাত ও একটি পা নেই। এক পা দিয়েই চলেন, সেই পা দিয়েই লেখেন। মনের জোরকে কাজে লাগিয়ে ফজলু বেলকুচির দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় জিপিএ-২.৭৫ নিয়ে নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।
০৫:১২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার