সাহিত্য ও রাজনীতি: যোগসূত্র
এরিস্টটল থেকে নোয়াম চমস্কি, বহুজনই ছিলেন রাজনীতিবিদ এবং লেখক। সাহিত্যের সঙ্গে রাজনীতির যোগসূত্র থাকাই স্বাভাবিক। প্লেটো, সার্ত্র, অরুন্ধতি রায়গণ তাদের লেখায়, ভাবনায়, কখনো বা জীবনেও রাজনীতির চর্চা করেছেন। সাহিত্যের সঙ্গে রাজনীতির চর্চা নিবিড়। তবে, সব সময় রাজনীতির সঙ্গে সাহিত্যের চর্চা নিবিড় নয়।
০৯:০৬ পিএম, ১৪ মে ২০২২ শনিবার