ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টনটনের উইকেট নিয়ে বিভ্রান্তি মাশরাফিদের!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টনটনের উইকেট নিয়ে বিভ্রান্তি মাশরাফিদের!

টনটন থেকে ক্রীড়া প্রতিবেদক : কেউ বলছেন ব্যাটিং স্বর্গ উইকেট। তাতে হবে রান ফোয়ারা। কেউ বলছেন উইকেটে ঘাস থাকবে। পেসাররা তাতে পাবে বাড়তি বাউন্স। থাকবে সুইং। বাতাসের সঙ্গে বাড়তি গতি তো থাকবেই। বোলাররা নাকি ব্যাটসম্যানরা টনটনের উইকেটে সাহায্য পাবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

উইকেট নিয়ে এমন বিভ্রান্তিতে বাংলাদেশ শিবির। মাশরাফির কন্ঠে তা ফুটে উঠল,‘এই উইকেটে বিভ্রান্তি আছে। প্রথমদিকে শুনেছি ঘাস থাকবে। আবার কেউ কেউ বলছেন আজীবনই ফ্ল্যাট উইকেট। আমার মনে হয় যারা মিডলে ঢুকবে তারা দ্রুত উইকেটের মূল্যায়ন করতে পারবে।’ ও

ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের উইকেট নিয়ে একই রকম বিভ্রান্তিতে ছিল দল। আগের থেকেই পরিকল্পনা করে রেখেছিল, যে করেই হোক ৩৩০-৩৫০ রান করতে হবে। অথচ উইকেট ছিল ২৬০-২৭০ রানের। নতুনভাবে পরিকল্পনা সাজাতে না পারায় বাংলাদেশ বিপদেই পড়েছিল। মাত্র ২৪৪ রানে শেষ ইনিংস। তাতে লড়াকু পুঁজি পেলেও বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারেননি।

টনটনে বসে ওই কথা ফিরিয়ে এনেছেন অধিনায়ক মাশরাফি,‘আমার কাছে মনে হয় আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট মূল্যায়ন করতে পারিনি। আমরা যদি উইকেট ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারতাম তাহলে চিন্তা করতাম ২৭০ বা ২৬০ করলেই হতো।  ওই রান ওই ম্যাচে জেতার মতো ছিল।’

মাশরাফির মতে, উইকেট ঠিকমতো পড়তে না পারার দায়টা টিম ম্যানেজমেন্টের থেকে খেলোয়াড়দেরই বেশি।  যারা ২২ গজে নির্দিষ্ট সময়ে ব্যাটিং করেন তাদের উইকেট মূল্যায়ন করার তাগাদা দিয়েছেন অধিনায়ক, ‘উইকেট মূল্যায়ন, এটা আসলে একটা ম্যাচের হার-জিত ঠিক করে দেয়। যারা উইকেট যত তাড়াতাড়ি বুঝতে পারে সেই দলের জেতার সম্ভাবনায় অনেক এগিয়ে যায়। আসলে একটা ম্যাচে যখন খেলা চলতে থাকে উইকেটের ব্যবহার কিন্ত পরিবর্তন হয়। একেকদিন একই উইকেটকে আপনি বিভিন্নভাবে, বিভিন্নরূপে দেখতে পারেন। করো কথা না শুনে, ড্রেসিং রুম থেকে কোনো মেসেজ না নিয়ে কিংবা ধারাভাষ্যে কী বলছে সেগুলো না শুনে আপনি আপনার মতো করে খেলে যান তাহলে সফল হবেন। খেলার মাঠে যারা থাকবে তাদেরকেই আগে সিদ্ধান্ত নিতে হবে।’



রাইজিংবিডি/টনটন/১৬ জুন ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়