ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

‘ওয়ানডে ফর চিলড্রেন’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওয়ানডে ফর চিলড্রেন’

ক্রীড়া প্রতিবেদক, বার্মিংহাম থেকে : ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পরিচয় করিয়ে দিচ্ছেন শিশু এডওয়ার্ড।  এজবাস্টনের সংবাদ সম্মেলন কক্ষে বলছেন, ‘আমি আজ তোমাদের মিডিয়া ম্যানেজার। তোমাদের সামনে বিরাট কোহলিকে নিয়ে আসতে পেরে আমি উচ্ছ্বসিত।’

পাশ থেকে হাসছেন বিরাট। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্যাটসম্যান বললেন, ‘আমি কি বসতে পারি…।’ জায়গা করে দিলেন এডওয়ার্ড। যে কাজটা এতোদিন করে আসছিলেন ভারতের মিডিয়া ম্যানেজার চেতন নন্দা, সেই কাজটা আজ করছেন এডওয়ার্ড।  

 

শুধু বিরাট কোহলিকে নয় ইংল্যান্ডের অধিনায়ক এউয়ন মরগানকেও আজ সংবাদ সম্মেলনে নিয়ে আসেন এডওয়ার্ড। শুধু এডওয়ার্ড না, ইংল্যান্ড-ভারতের আগামীকালের ম্যাচটি সামলাবেন শিশুরা। ইউনিসেফের উদ্যোগে আইসিসির সহযোগীতায় ভারত-ইংল্যান্ডের ম্যাচটি হবে শিশুদের জন্য।  আইসিসি যার কেতাবি নাম দিয়েছে, ‘ওয়ানডে ফর চিলড্রেন।’

শিশুদের সুখী এবং সুস্থ জীবনের জন্য অর্থ সংস্থান করছে আইসিসি। শিশুরা থাকবেন পুরস্কার বিতরণী মঞ্চে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ধারাভাষ্যে এবং খেলোয়াড়দের সাক্ষাৎকারে। এরই মধ্যে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন এবং বর্তমান অধিনায়ক এউয়ন মরগানের সাক্ষাৎকার নিয়েছেন শিশুরা।  আগামীকাল ম্যাচেও থাকবে তাদের অংশগ্রহণ।

 

এজবাস্টন স্টেডিয়াম গোলাপি ও নীল রং-এ রাঙানো হয়েছে শিশুদের জন্য।  মাঠের ভেতরে, বাইরে সব জায়গায় একটাই স্লোগান, ‘ওয়ানডে ফর চিলড্রেন।’

শিশুদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে আইসিসি। চাইলে আপনিও (ইংল্যান্ডের জন্য প্রযোজ্য) সাহায্য করতে পারেন।  এজন্য TEN লিখে ৭০১৬০ নম্বরে মেসেজ পাঠালেই হবে।  আইসিসি ১০ পাউন্ড গ্রহণ করবে আপনার অ্যাকাউন্ট থেকে।


রাইজিংবিডি/বার্মিংহাম/২৯ জুন ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়