ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাকিবের হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেখছেন তারা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের হাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেখছেন তারা

লন্ডন থেকে ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেট তীর্থে চলছে ক্রিকেট আনন্দ।  বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয়বারের মতো মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ।

১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। পাক্কা ২০ বছর পর ইংল্যান্ডে বসেছে বিশ্বকাপ, আবার মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ।

দুই দলের ম্যাচকে ঘিরে ক্রিকেটের সবচেয়ে পুরোনো, ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তৈরি হয়েছে উন্মাদনা। শুক্রবার সকাল থেকেই স্টেডিয়ামের আশপাশ ছেয়ে গেছে দুই দলের পতাকায়।

 

খেলা শুরু হওয়ার আগে সেন্ট জন্স উড স্টেশনের সামনে থেকে দুই দলের সমর্থকদের জটলা। বাংলাদেশি সমর্থকরা স্লোগান দিচ্ছিল,‘খেলবে টাইগার জিতবে দেশ, বাংলাদেশ, বাংলাদেশ।’

বসে ছিল না পাকিস্তানের সমর্থকরাও।‘দিল দিল পাকিস্তান’ বলে জবাব দিচ্ছিল তারা। দুই দলই সেমিফাইনাল থেকে বাদ পড়েছে। যদিও পাকিস্তানের জন্য কঠিন সমীকরণ রয়েছে।

কিন্তু নিষ্ঠুর ওই সমীকরণের কথা কেউই মাথায় রাখছে না। দল, পতাকা, ভাষা, সমর্থন দুই দলের সমর্থকদের ভিন্ন হলেও একটি জায়গায় তারা মিলিত হয়েছেন একই বিন্দুতে। সেটা সাকিব আল হাসান ইস্যুতে।

 

এবারের বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ হননি এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। তাইতো দুই দলের সমর্থকরা সাকিবের হাতেই দেখছেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার।

দেশ-বিদেশে পাকিস্তানের পতাকাবাহী সমর্থক চৌধুরী আবদুল জলিল।  ‘ক্রিকেট চাচা’ নামে বিখ্যাত এই ব্যক্তির মুখে সাকিব-বন্দনা, ‘অসাধারণ ভালো ক্রিকেট খেলেছে ও। অবশ্যই ওর টুর্নামেন্টের সেরার পুরস্কার পাওয়া উচিত। ’

লন্ডনে থিতু হওয়া প্রবাসী বাংলাদেশি ফরিদ হাসান যেমন বলছিলেন, ‘বিশ্বকাপে সাকিব সবচেয়ে ভালো করেছে। সবচেয়ে ভালো। অবশ্যই সে ম্যান অব দ্য সিরিজের জন্য টপ কন্টেনডার।’

 

গ্যালারির ‘টাইগার’ জয়নাল সাকিবকে নিয়ে বলেন,‘সাকিব বাংলাদেশের গর্ব। পুরোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছে। আজকেও যদি সাকিব আরেকটি সেঞ্চুরি করে তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। অসাধারণ। এমন খেলোয়াড় ক্রিকেট বিশ্বের জন্য গর্বের। বাংলাদেশ আজ যদি জিতে যায় তাহলে অবশ্যই এটা বড় পাওয়া হবে।’

পাশ থেকে তার বন্ধু সুর মেলান, ‘সাকিব বিশ্বকাপের আগে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছিল। কেন সাকিব সবার সেরা, সবার ওপরে, তা বুঝিয়ে দিয়েছেন ভালোভাবে।’

৫৪২ রান তুলে সাকিব এখন আছেন দুইয়ে। বোলিংয়ে ১১ উইকেট নিয়ে বিশ্ব অলরাউন্ডার খেতাবের পূর্ণ পারফরম্যান্স দেখিয়েছেন। লর্ডসে তার আরেকটি নৈপুণ্য বাংলাদেশকে দিতে পারে বিশ্বকাপে চতুর্থ জয়ের স্বাদ। পাশাপাশি সাকিব ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য নিজের জায়গা আরো শক্তিশালী করতে পারেন।

 

ভারতের এক সমর্থক এসেছেন লর্ডস মাঠের খেলাটি উপভোগ করতে। তার সঙ্গে সাকিবকে নিয়ে কথা বলতেই বলেন, ‘আমরা (ভারত) ২০১১ সালে চ্যাম্পিয়ন হয়েছিলাম যুবরাজ সিংহের কারণে। এবার সাকিব যেভাবে পারফর্ম করেছে বাংলাদেশের উচিত ছিল সেমিফাইনাল খেলা। না হলেও সাকিবের ম্যান অব দ্য সিরিজ পুরস্কার না পাওয়া হবে অন্যায়।’


রাইজিংবিডি/লন্ডন/৫ জুলাই ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়