ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাঁচ হাফ সেঞ্চুরির পরও কেন সেঞ্চুরি নেই কোহলির?

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৪, ৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ হাফ সেঞ্চুরির পরও কেন সেঞ্চুরি নেই কোহলির?

ম্যানচেষ্টার থেকে ক্রীড়া প্রতিবেদক: টানা পাঁচ হাফ সেঞ্চুরির পর বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি আউট হন ২৬ রানে।

নম্বর ওয়ান ওয়ানডে ব্যাটসম্যানের রানের চাকা ঘুরছে।  কিন্তু হাফ সেঞ্চুরিগুলো সেঞ্চুরিতে কনভার্ট হচ্ছে না।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ রানের পর টানা পাঁচ হাফ সেঞ্চুরি তোলেন ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২, পাকিস্তানের বিপক্ষে ৭৭, আফগানিস্তানের বিপক্ষে ৬৭, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭২ এবং ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।  সপ্তম ম্যাচে তার ব্যাট থামান মুস্তাফিজুর রহমান।  বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে আউট হন।  শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত থাকেন ৩৪ রানে।

অন্যদিকে রোহিত শর্মা থামছেন না! সেঞ্চুরির পর সেঞ্চুরি তুলে নিচ্ছেন।  ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান বিশ্বকাপে পেয়েছেন পাঁচ সেঞ্চুরি।  একজনের সেঞ্চুরি, আরেকজনের হাফ সেঞ্চুরি; দুজনের ব্যাটে ভারত বিশ্বকাপে উড়ছে মুক্ত আকাশে।  তবে বিরাটের ব্যাটে সেঞ্চুরি দেখতে না পাওয়া হতাশার। কেন সেঞ্চুরি পাচ্ছেন না সেই উত্তর দিয়েছেন সেমিফাইনালের মঞ্চে নামার আগে।

‘আমি মোটেও সেঞ্চুরি মিসের আক্ষেপ করছি না।  বিশ্বকাপে আমি ভিন্ন ভূমিকায় রয়েছি।  অধিনায়ক হিসেবে আমি যে কোনো সময় যে কোনো ভূমিকায় খেলতে পারি।  কিন্তু দলের চাহিদা আমার বুঝতে হবে এবং সেই অনুযায়ী খেলতে হবে।’

‘খুবই ভালো লাগছে যে রোহিত ধারাবাহিক আছে এবং তার ধারাবাহিক থাকার কারণে মধ্যভাগে কাউকে না কাউকে ভিন্ন ভূমিকায় থাকতে হবে যে কিনা আগ্রাসনও দেখাবে এবং ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখবে। পরবর্তীতে যারা আছে হার্দিক, কেদার, এমএস; তাদের সঙ্গে যোগ দিয়েছে পান্ত। ওরা ফিনিশ করবে।’

‘আমি এটা বুঝতে পেরেছি যে ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং রোল ইনিংস বড় করতে ভূমিকা রাখে।  বিশেষ করে আপনি যখন ২২ গজে যাবেন, তখন ওই সময়টা বুঝতে হবে।  আমি আমার ভূমিকায় খুশি। এক প্রান্ত ধরে রাখছি এবং অন্যদের ১৫০, ১৬০ কিংবা ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছি এবং শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখছি।’

পাঁচ হাফসেঞ্চুরি সেঞ্চুরিতে রূপ না দিতে পারার হতাশায় ডুবছেন না ভারতীয় অধিনায়ক,‘আমার মনে হয় না কেউ ব্যক্তিগত লক্ষ্যের দিকে তাকিয়ে থাকে।  রোহিত কিছুদিন আগে একই কথা বলেছে।  সে তার সেরাটা খেলে যাচ্ছে দলের জন্য।  ওই প্রক্রিয়ার মধ্যে থেকে কেউ যদি ব্যক্তিগত কিছু পেয়ে যায় সেটা ভালো।  আমি যেটা বিশ্বাস করি আমি ক্রিকেট ক্যারিয়ারে সেঞ্চুরির জন্য খেলিনি।  কিংবা কখনো চিন্তা করিনি আমি কতোটা সেঞ্চুরি পাবো? দল কি চাচ্ছে আমার থেকে সব সময় ওই চিন্তা করেছি। ’

৮ ম্যাচে ৬৪৭ রান, এক হাফ সেঞ্চুরির সঙ্গে পাঁচটি সেঞ্চুরি রোহিতের ব্যাটে। রোহিতের প্রশংসা করতে কাপর্ণ্য করেননি ভারতীয় অধিনায়ক,‘আমি কখনো দেখিনি এক আসরে একজন ব্যাটসম্যানকে পাঁচটি সেঞ্চুরি করতে। বিশ্বকাপ এমনিতেই চাপের টুর্নামেন্ট। সেখানে রোহিত যেভাবে খেলছে তা অসাধারণ। ওকে পুরো কৃতিত্ব দেওয়া উচিত।  আমার মতে, ও হচ্ছে ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড়। আমাদের আরও দুটি ম্যাচ আছে। আশা করছি দুটিতেও সে এরকমই কিছু করবে এবং আমরা জিততে পারব।’

ওয়ানডেতে তার সেঞ্চুরি ৪১টি। এবারের বিশ্বকাপে নেই একটিও। বড় তারকারা বড় ম্যাচে নিজেদের মেলে ধরেন। হয়তো বিরাট সেমিফাইনাল কিংবা ফাইনালের জন্য সেঞ্চুরি জমা রেখেছেন। তার ব্যাটে সেঞ্চুরি মানেই তো ভারতের জয়!

 

রাইজিংবিডি/ম্যানচেস্টার/৯ জুলাই ২০১৯/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়