ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুশফিকের ‘উচ্চতা’ যখন ভারতীয় ক্রিকেটারের প্রেরণা

রাজকোট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুশফিকের ‘উচ্চতা’ যখন ভারতীয় ক্রিকেটারের প্রেরণা

ছবি: ইয়াসিন হাসান

ছোট্ট কোনো বেদনাবিধুর গল্প কিংবা ঘটনা মানুষের জীবন পাল্টে দিতে পারে যেকোনো সময়ে। দিতে পারে নতুন প্রেরণা। নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে যে কাউকে। কিন্তু কারও উচ্চতা প্রেরণা হতে পারে, এমনটা শোনা গেছে খুব কমই!

বাংলাদেশের ক্রিকেট ভুবনে মুশফিকুর রহিমকে হিরো মেনে বড় হয়েছেন অনেকে। তার নিবেদন, পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা দেখে পেয়েছেন প্রেরণা। মেনেছেন আইডল। কিন্তু দেশের গন্ডি পেরিয়ে মুশফিক যখন কারও প্রেরণা হন, তখন মুশফিকের বিশালত্ব বোঝা যায় সহজে। 

এবারের ঘটনাটা অবশ্য ব্যতিক্রম। মুশফিকের ব্যক্তিগত কিংবা তার ক্রিকেটীয় জীবন নয়, ঋদ্ধি রুপারেল প্রেরণা পেয়েছেন মুশফিকের উচ্চতা দেখে। এরপর ক্রিকেটের প্রেমে পড়া। ক্রিকেট খেলতে পারবেন কি পারবেন না, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল রুপারেলের। কিন্তু টিভির পর্দায় মুশফিককে ক্রিকেট খেলতে দেখে রুপারেলের একটাই প্রশ্ন, ‘এমন উচ্চতা নিয়ে মুশফিক পারলে আমি কেন পারব না?’

সেই থেকে ২২ গজে নেমে পড়া ভারতের তরুণীর। ক্রিকেটের অনেক অলি-গলি পেরিয়ে রুপারেল এখন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুর্ধ্ব-২৩ দলের অধিনায়ক। মুশফিকের মতোই উইকেটকিপার। মঙ্গলবার বাংলাদেশ অনুশীলন করেছে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। অনুশীলনের সময়টায় মাঠে উপস্থিত হন রুপারেল। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের জার্সি ছোট্ট ঋদ্ধির গায়ে।

কথায় কথায় জানালেন, কীভাবে মুশফিক হয়ে ওঠেন তার অনুপ্রেরণা, ‘আমার উচ্চতা উনার মতো। আমি সব সময় আমার উচ্চতার উইকেটকিপারদের আদর্শ মানি। উনাকে প্রথম দেখে অনুপ্রেরণা পাই যে আমি ক্রিকেটার হতে পারব। কারণ আমাদের উচ্চতা প্রায় সমানই।’

শুধু মুশফিকের উচ্চতা নয়, রুপারেল ভালোবাসেন মুশফিকের ব্যাটিং। নিবিড় পর্যবেক্ষণ করেন বাংলাদেশের লিটল মাস্টারকে, ‘শেষ ম্যাচে ভারতকে প্রায় একাই হারিয়েছেন উনি। ক্রনাল পান্ডিয়া ক্যাচটা ছাড়ার পর উনি চারটা চার মারলেন। ম্যাচটা শেষ করে আসলেন।’

রুপারেল জানালেন, মুশফিকের মতো ব্যাটিং করার চেষ্টা করেন তিনি, ‘আমি উনার ব্যাটিং অনুসরণ করি। শুরুতে কিছুটা সময় নেন উনি। এরপর হঠাৎ পাল্টে যান। দ্রুত রান তোলেন। আমিও উনার মতো সময় নিয়ে শুরু করি। এরপর দ্রুত রান তুলি।’

পুঁচকে রুপারেল বাংলাদেশে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে একবার খেলতেও গিয়েছিলেন। সে সময় বাংলাদেশের সিরিজ থাকায় মুশফিকের সঙ্গে দেখার করার সুযোগ হয়নি তার। এবার নিজ শহরে রুপারেলের স্বপ্ন পূরণ হলো।  প্রেরণার নায়কের সঙ্গে দেখা হলো। ছবি তোলা হলো। দুমিনিট কথাও হলো। মুশফিক সাহস দিয়েছেন ভারতীয় তরুণী ক্রিকেটারকে। বলেছেন, ‘সামনে এগিয়ে যাও।  মনোযোগ দিয়ে ক্রিকেট খেলো।’


রাজকোট/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়