ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রয়োজনে আগ্রাসী হবেন অধিনায়ক মুমিনুল

ইন্দোর থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রয়োজনে আগ্রাসী হবেন অধিনায়ক মুমিনুল

চুপচাপ শান্ত প্রকৃতির ছেলে মুমিনুল হক। নিজের কাজটা ঠিকঠাক করতে পছন্দ করেন। পছন্দ করেন আড়ালে থাকতে। সেই তার হাতেই এখন বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব।

বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে বৃহস্পতিবার বিরাট কোহলির সঙ্গে টস করতে নামবেন মুমিনুল। ঘরোয়া ক্রিকেট, বিসিবির বিভিন্ন দলের অধিনায়কত্ব করেছেন বাংলাদেশের টেস্ট ‘স্পেশালিস্ট’ মুমিনুল। সর্বমহলে তার অধিনায়কত্ব পেয়েছে লেটার মার্কস। তাইতো ভবিষ্যত চিন্তায় মুমিনুল হকের কাঁধে দেওয়া হয়েছে টেস্ট দলের দায়িত্ব। 

মুমিনুল হক যেদিন অধিনায়কত্ব পেয়েছেন, সেদিন ছিল বাংলাদেশ ক্রিকেটের ‘কালো রাত’। আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই বিসিবি নতুন টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুলের নাম ঘোষণা করে। অভিনন্দন বার্তায় তার মুঠোফোন সেদিন ভরে যায়নি। কিন্তু অধিনায়কত্বে নামার আগে মুমিনুল অনুভব করছেন অধিনায়কত্বের অনুভূতি।

‘যখন নেতৃত্ব পেয়েছি তখন এই ব্যাপারটা কখনো অনুভব করিনি। এখন পাচ্ছি। এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্ট। জুনিয়র হিসেবে এটা আমার জন্য খুব বড় একটা সুযোগ। আল্লাহর কাছে শুকরিয়া, এরকম সুযোগ সবাই পায় না। সুযোগটি আমি খুব ভালোভাবে কাজে লাগাব’- বলেন মুমিনুল।

অধিনায়ক মুমিনুল হকের শক্তির জায়গা দৃঢ় মানসিকতা। মাঠে তার দৃঢ় মানসিকতা পাল্টে দিতে পারে গোটা দলকে। তার বিশ্বাস, কঠিন মানসিকতা তার সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র হবে, ‘পুরো বিষয়টি দৃঢ় মানসিকতা। আপনি যদি মানসিকভাবে শক্ত হতে পারেন তাহলে বুঝবেন আপনি নিজের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন। আমি ঠিক সেভাবেই গ্রো-আপ হচ্ছি।’

একটা সময় মুশফিকের নেতৃত্বে খেলেছেন মুমিনুল। মাহমুদউল্লাহর অধিনায়কত্বও মুমিনুল কাছ থেকে দেখেছেন। দুজনই এখন মুমিনুল হকের সতীর্থ। মুমিনুল জানালেন, তাদের সহায়তা নিয়েই পরিকল্পনা করছেন, প্রয়োজনে পাচ্ছেন টিপস, ‘এটা আমার জন্য ভালো ব্যাপার যে, তারা সব সময় আমাকে সহায়তা করে আসছেন। সিনিয়র দুইজনের এই সহায়তা পাওয়াটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দলের সবাই অনুপ্রাণিত। তারা সবাই পরিণত। ওদের যতটুকু বলা দরকার ততটুকু বললেই যথেষ্ট।’

মুমিনুলের বিশ্বাস, বাড়তি দায়িত্ব তার ব্যাটিংয়ের মান এবং ক্রিকেটীয় জ্ঞান আরও বাড়াবে, ‘অধিনায়কত্ব পাওয়ার আগে যেভাবে একজন ব্যাটসম্যান হিসেবে খেলছিলাম এখনো সেভাবে ব্যাটসম্যান হিসেবেই খেলব। আমি সব সময়ই ইতিবাচক থাকার চেষ্টা করি। নেতৃত্ব থাকায় ক্রিকেট নিয়ে জ্ঞানটা একটু বাড়ে, দায়িত্বও বাড়ে। আমার মনে হয় এখন আমার পারফরম্যান্সের উন্নতি হবে, ব্যাটিং আরেকটু ভালো হবে।’

মুমিনুল টস করবেন বিপরীত চরিত্রের বিরাট কোহলির সঙ্গে। মুমিনুল যেখানে শান্ত, কোহলির শক্তির জায়গা আগ্রাসন। মাঠে মুমিনুলের দর্শন কেমন হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মুমিনুল কি নিজের চরিত্র থেকে বের হয়ে আসতে পারবেন?

ফ্রন্টফুটে এসে ড্রাইভ করার মতোই উত্তর মুমিনুলের, ‘এটা নির্ভর করবে পরিস্থিতির ওপরে। কোন পরিস্থিতিতে আমি কোন সিদ্ধান্ত নিব, সেটা তখনই বলা যাবে। রক্ষণাত্মক হয়েও আক্রমণ করা যায়, আবার আক্রমণাত্মক হয়েও রক্ষণ করা যায়।’


ইন্দোর/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়