ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুমিনুলও টেস্ট কাঠামো পরিবর্তনের পক্ষে

ইন্দোর থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুমিনুলও টেস্ট কাঠামো পরিবর্তনের পক্ষে

শেষ ছয় অ্যাওয়ে টেস্টে বাংলাদেশ পাঁচটিই হেরেছে ইনিংস ব্যবধানে। অপরটি ১৬৬ রানে।

দেশের ভেতরেও সাম্প্রতিক সময়ে টেস্টে সাফল্য নেই। টেস্ট ক্রিকেটের নতুন দল আফগানিস্তান কিছুদিন আগেই বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছে। তবে নিকট অতীতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। আবার জিম্বাবুয়ের বিপক্ষেও হারের তিক্ত স্বাদ পেয়েছে। সব মিলিয়ে দেশে সাফল্যের হার ফিফটি-ফিফটি থাকলেও বিদেশের মাটিতে তলানিতে বাংলাদেশের রেকর্ড।

বাংলাদেশের নতুন অধিনায়ক মুমিনুলও স্বীকার করলেন নিজেদের অসহায়ত্বের কথা, ‘দেশের বাইরে টেস্ট খেলা সবসময় চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়। আমরা দেশের বাইরে খুব একটা ভালো খেলতে পারিনা। এটি অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক চাপ থাকে।’

ইন্দোরে আরেকটি পরাজয়ের পর অনেক প্রশ্ন উঠছে বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে। গতকাল দ্বিতীয় দিন শেষে কোচ রাসেল ডমিঙ্গে সরাসরি বলেছেন, ‘ভালোমানের টেস্ট দল হতে চান তাহলে অবকাঠামো পরিবর্তন করতে হবে।’ পাশাপাশি টেস্টের জন্য পৃথক দল গঠনের কথাও বলেছেন তিনি।  মুমিনুল হকও কোচের সঙ্গে একমত।

‘টেস্ট ফরম্যাট আলাদা করে যদি কাঠামো তৈরি হয় তাহলে হয়তো সেটা বেশি কাজে দিবে। আপনি যখন একটা ফরম্যাট নিয়ে চিন্তা করবেন তখন সেখানেই থাকার চিন্তা করবেন। আপনার অটোম্যাটিক সেই বিষয়গুলো মাথায় আসবে। সেভাবেই করা উচিত বলে আমার মনে হয়। তবে কিছুটা সময় লাগবে।’

বর্তমান দল থেকে কাউকে কাউকে বাদ দিয়ে নতুন খেলোয়াড় নিয়ে আসার আভাস দিয়েছেন কোচ, ‘আপনি যদি সত্যি ভালোমানের টেস্ট দল হতে চান তাহলে আপনাকে অবকাঠামো পরিবর্তন করতে হবে।  আমাকে অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে বসতে হবে।  এগিয়ে যাওয়ার জন্য কয়েকজন খেলোয়াড়কে খুঁজতে হবে। হয়তো নতুন খেলোয়াড়কে সুযোগ দিতে হবে, তাদের নিয়ে সাময়িক যুদ্ধ করতে হবে কিন্তু একটা সময় পারফরম্যান্স বের হয়ে আসবে। আমাদের ভ্যালুয়েবল পারফরমার লাগবে। যারা দলের প্রয়োজনে খেলবে এবং দল তাদের দিয়ে সাফল্য পাবে।’

টেস্টে উন্নতির জন্য এবং ভালো ফল পাওয়ার জন্য ধৈর্য ধরার আহ্বান কোচের,‘কোচের সঙ্গে বসে যদি টেস্টে উন্নতি নিয়ে পরিকল্পনা হয় তাহলে অবশ্যই সেটা কাজে দেবে। তবে সাথে সাথে কিছু হবে না, সময় লাগবে। সেভাবে ধৈর্য ধরে এগোতে হবে। আমার মনে হয় এটি একটি ইতিবাচক দিক।’

 

ইন্দোর/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়