ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইডেনে সাফল্যের জন্য অপেক্ষায় থাকতে হবে স্পিনারদের : ভেট্টোরি

কলকাতা থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইডেনে সাফল্যের জন্য অপেক্ষায় থাকতে হবে স্পিনারদের : ভেট্টোরি

‘ভারতে আমার দুঃসময় কেটেছে। ’ বলছিলেন বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।

নিজের খেলোয়াড়ী জীবনে ভেট্টোরি ভারত সফর করেছেন একাধিকবার। রঙিন কিংবা সাদা পোশাকে অন্য সবখানের মতো এখানেও পেয়েছেন উইকেট। কিন্তু গড় রান ও স্ট্রাইক রেট হিসেব করলে ভারতের মাটিতে কার্যকারিতা খুবই কম। ৮ টেস্টে ভারতে তার উইকেট ৩১টি। বোলিং গড় ৪৫। 

ইডেনে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে প্রাক্তন কিউই স্পিনার বলেন, ‘ভারত বরাবরই বিদেশি স্পিনারদের বিপক্ষে দাপট দেখায়। শেষ তিন বা চার বছরে স্পিনারদের চাপে রাখছে বেশ। এর পেছনে বড় কারণ উইকেট। পাশাপাশি ওদের ব্যাটসম্যানদের স্কিলের প্রশংসা করতেই হবে। আমরা প্রথম টেস্টে মায়াঙ্ক এবং রাহানের ব্যাটিং দেখেছি। এখানেও এরকম কিছু হতে পারে। ’

ভেট্টোরির মতে ইডেনে ব্যাটসম্যানরা স্পিনারদের কড়া শাসন করতে পারেন। তবে স্পিনাররা নিখুঁত হলে পাল্টা জবাব দেওয়ার সুযোগও থাকবে। ইডেনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে দিবারাত্রির টেস্ট। কিউরেটর বলে দিয়েছেন উইকেটে ঘাস থাকবে। মাটি হবে শক্ত। ফলে বল ব্যাটে আসবে ভালো। পাশাপাশি গতিময় বোলাররা পাবেন পেস ও বাউন্স। এরকম উইকেটে স্পিনাররা কতোটুকুই বা কার্যকর হবেন সেটাই বড় প্রশ্ন!

‘স্পিনাররাও ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। হ্যাঁ এখানে একটু ভিন্নভাবেই সব কিছু হতে যাচ্ছে। সূর্যাস্ত এখানে দ্রুত হয়ে যায়। আগে (গোলাপি বলে) যে কয়েকটি ম্যাচ হয়েছে সেগুলোতে পেসাররা বড় অবদান রেখেছে। তবে এখানে স্পিনাররাও ভূমিকা রাখতে পারবে।  প্রথম দুই সেশনে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।  দুই দলই শেষ ম্যাচে দুই স্পিনার খেলিয়েছে।  এবারের ডাকটা খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। ’

‘বিদেশি স্পিনাররা এখানে এভাব প্রভাব দেখাতে পারেন না যতটা তারা নিজেদের দেশে পারে। এখানে প্রথম ইনিংসে ৬০ রানে ২টি বা ৭০ রানে ২টি উইকেট পেলে যথেস্ট। আপনাকে এখানে দ্বিতীয় ইনিংসের অপেক্ষায় থাকতে হবে। আমার মতে এভাবেই এগিয়ে যাওয়া উচিত হবে এখানে।’ - বলেছেন ভেট্টোরি।


কলকাতা/ইয়াসিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়