ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অগ্রিম টিকিট কেটেও স্বস্তি নেই

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্রিম টিকিট কেটেও স্বস্তি নেই

আবু বকর ইয়ামিন : রাজধানী ঢাকার সচিবালয় সংলগ্ন পল্টন মোড় থেকেই যানজট। কখন জট খুলবে তার নিশ্চয়তা নেই। মানুষের আর তর সইছে না। গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা হন অনেকে। গন্তব্য গুলিস্তান বাস টার্মিনাল।

টার্মিনালে গিয়ে দেখা যায় অনাকাঙ্ক্ষিত আরেক ভোগান্তি। অগ্রীম টিকেট নিয়ে রেখেও সঠিক সময়ে গিয়ে পাচ্ছেন না গন্তব্যে ফেরার বাহন। চরম অসন্তোষ আর ক্ষোভ সবার চোখে মুখে।

শুক্রবার সরেজমিনে গুলিস্তান এলাকায় গিয়ে দেখা যায়, কাউন্টারের সামনে মানুষের জটলা আর প্রচণ্ড শোরগোল। সবার চাওয়া একটাই  'আমাদের বাস কই। সেই সকাল বেলার টিকেট কেটেছি। এখন বেলা গড়িয়ে দুপুর হলো। একটু পর জুমার নামাজ। অথচ গাড়ির নাগাল নেই।‘

টুঙ্গিপাড়ার বাসিন্দা জিয়াউল হক নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি দিয়ে টিকেট সংগ্রহ করেছেন তিনদিন আগে। সকাল সোয়া ৯টার টিকেট নিয়েছিলেন তিনি। দুপুর ১২টা ১০ মিনিটের সময়ও বাস আসেনি। কখন আসবে তাও জানেন না জিয়াউল।

তিনি বলেন, 'বাসগুলো কাউন্টারে আসার আগেই বাড়তি ভাড়া নিয়ে মাঝপথ থেকেই চলে যাচ্ছে।  যার কারণে আমরা পাচ্ছি না। এদের কথা আর কাজের কোনো মিল নেই। এমন প্রচণ্ড গরমে এখানে বসে থাকা যায়?’

এমন অনেকেই কাউন্টারে বসে বসে অলস সময় কাটাচ্ছেন। গরমে অতিষ্ট সবাই। বাচ্চাদের চিল্লাচিল্লি। কাঙ্ক্ষিত বাসের নাগাল কখন পাবেন তা জানা নেই কারোই।

খুলনাগামী যাত্রী জামাল উদ্দিন কথা প্রসঙ্গে উদ্ধিগ্ন হয়ে  রাইজিংবিডিকে বলেন, 'আজ ৪৫০ টাকার টিকিট ৫৮০ টাকা দিয়ে কেটেছি। সকাল ১০ টার বাস ছিল। বাস এখনো আসে নি টার্মিনালে। কখন আসবে জানা নেই। আমার মনে হয় আজ যাওয়াই হবে না।‘ 

এ বিষয়ে টিকেট কাউন্টারে কথা বললে দায়িত্বরত মেহবুব হোসেন বলেন, 'টিকেট আছে কিন্তু পর্যাপ্ত গাড়ি নেই। তাছাড়া গাড়ি যেগুলো আছে সেগুলোও সঠিক সময়ে আসলে এমন সমস্যা তৈরি হতো না। রাস্তার সমস্যার কারণে সার্ভিস দেওয়া যাচ্ছে না।‘

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৯/ইয়ামিন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়