ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অর্থ আত্মসাৎ: ২ জনের ৫ বছর কারাদণ্ড

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অর্থ আত্মসাৎ: ২ জনের ৫ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় সরকারি টাকা আত্মসাতের মামলায় দুই জনের পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে রংপুর দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এই রায় দেন। বিশেষ পিপি হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত দুই জন হলেন- উপজেলার শঠিবাড়ি সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক রেজাউল বারী ও অফিস সহকারী শফিকুল ইসলাম। কারাদণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলা সূত্রে জানা গেছে, শঠিবাড়িস্থ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারের মাছের পোনা বিক্রি করে জাল রশিদ তৈরি করে আসামিরা ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগে দুদক আইনে তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়।


রাইজিংবিডি/রংপুর/২৯ আগস্ট ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়