ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘অর্থনীতি দ্রুত এগোচ্ছে বলেই রাজধানীতে জ্যাম’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অর্থনীতি দ্রুত এগোচ্ছে বলেই রাজধানীতে জ্যাম’

সংসদ প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বলেছেন, রাজধানীতে কেউ ইচ্ছা করে জ্যাম সৃষ্টি করছে না। অর্থনীতি দ্রুত এগোচ্ছে বলেই জ্যাম তৈরি হচ্ছে।

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে তিনি এসব কথা বলেন।

মইনুদ্দিন খান বাদল বলেন, ‘হকাররা চোখের সামনে তাদের জীবন জীবিকা ধ্বংস হতে দেখছেন। অথচ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পূনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। আমরা লক্ষ্য করছি হঠাৎ করে যেন ঢাকা নগরীকে দুই মেয়র বিশ্বের সবচেয়ে সুন্দর নগরী বানিয়ে ফেলার প্রতিজ্ঞা করেছেন। আমরা দ্রুত এগুচ্ছি এটা সত্য। কিন্তু এটা দু:খজনক হলেও সত্য, মাত্র ১০ লোকের কাছে ৪৭ শতাংশ সম্পদ রয়েছে। ৪০ শতাংশ নিন্মশ্রেণির কাছে মাত্র ১৩ শতাংশ সম্পদ রয়েছে। এই বাস্তবতায় ফুটপাতের অর্থনীতি বলে একটি কথা থাকবে।’

তিনি বলেন, ‘যতই চোখ ধাঁধানো বিপনীবিতান হোক না কেন সাধারণ ক্রেতারা ওখানে ঢুকতে পারে না। অনেকে বলছেন হকারদের কারণে যানজট হচ্ছে। আমি সোমবার কুরিল ফ্লাইওভারের উপরে দেড় কিলোমিটার দীর্ঘ যানজট দেখেছি। কিন্তু ওখানে কোন হকার নেই। গাড়ির চাপ ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে জ্যাম হচ্ছে।’

এক অর্থনীতিবিদের মন্তব্যের কথা উল্লেখ করে জাসদ নেতা বলেন, ‘আমাদের জ্যাম নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু সেই অর্থনীতিবিদ বলেছিলেন বাংলাদেশের জ্যাম অর্থনীতির দ্রুত গতির লক্ষন।’

তিনি বলেন, ‘যারা বুলডোজার চালিয়ে যাচ্ছেন আমি জানি না সংসদ সদস্যের সাথে তাদের কতটুকু সম্পর্ক রয়েছে। ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি ভারতীয় লোকসভা একটি আইন করেছে হকার বিক্রেতাদের সুরক্ষার জন্য। আমি বলতে চাই, বুলডোজার ব্যবহারের আগে আইনি বিষয়গুলো যেন বিবেচনা করা হয়।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়