ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অস্ত্রের ভুয়া লাইসেন্সধারী ৬০ জনের জামিন নামঞ্জুর

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্রের ভুয়া লাইসেন্সধারী ৬০ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে অস্ত্রের ভুয়া লাইসেন্সধারী ৬০ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তারা।

রংপুর জেলা প্রশাসকের সই জাল করে, ভুয়া কাগজপত্র তৈরি করে শত শত অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়নের নজিরবিহীন ঘটনা ঘটে। এ ৬০ জন তাদের অংশ। 

রংপুর জজ আদালতের পিপি আব্দুল মালেক জানান, দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে চাঞ্চল্যকর এই মামলায় জামিন আবেদন করেন দেশের বিভিন্ন এলাকার ৬০ ব্যক্তি। যারা অর্থের বিনিময়ে ভুয়া লাইসেন্স নিয়েছিলেন। বিকেল ৪টায় আদালতের বিচারক রাশেদা সুলতানা শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

২০০৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে জুডিশিয়াল মুন্সীখানা (জেএম) শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শামসুল ইসলাম জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে কয়েক শত আগ্নেয়াস্ত্রের ভুয়া লাইসেন্স দেন। এ ঘটনায় ডিসি অফিস ও দুদক দুটি মামলা করে। তদন্ত করে আদালতে ২৮১ জনের নামে চার্জশিট দেয়া হয়। 



রাইজিংবিডি/রংপুর/২৫ এপ্রিল ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ