ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার গ্রেফতার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার গ্রেফতার

ক্রীড়া ডেস্ক: পারিবারিক সহিংসতার অভিযোগে অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকে গ্রেফতার করা হয়েছে।

শক্রবার সকালে পুলিশ হার্নান্দেজকে গ্রেফতারের পর বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার প্রতিবেশী মলিনো ডি লা হজ জানিয়েছেন, মদ পানের পর মাতাল অবস্থায় বাড়িতে ফিরে অন্যদের বিরক্ত করেছিলেন হার্নান্দেজ।

২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে অভিষেক হয় লুকাস ফার্নান্দেজের। একাডেমি খেলোয়াড় হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি করেন তিনি। ক্লাবটির প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে এগিয়ে যাচ্ছিলেন এ ডিফেন্ডার। এছাড়া ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হার্নান্দেজ।

মাদ্রিদের একটি ক্লাবের হয়ে খেলেন হার্নান্দেজের ছোট ভাই থিও। বর্তমানে আলাভেজের হযে ধার হিসেবে খেলছেন তিনি। গত গ্রীষ্মের ট্রান্সফার থেকেই এই দুই ভাইয়ের ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। ফরাসি এই ডিফেন্ডারের গ্রেফতারের ঘটনায় অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় এবং কর্মকর্তারা বিব্রত।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়