ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে হুমকির অভিযোগ

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৭, ২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে হুমকির অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের বিরুদ্ধে হুমকি-ধামকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী।

রোববার সকাল ১১টার দিকে কালকিনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী রেহেনা বেগম।

লিখিত বক্তব্যে রেহেনা বেগম বলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাদল তালুকদার তার (রেহেনা) নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন। সাধারণ ভোটারদের মাঝে ভীতি সৃষ্টি করছেন। এ ছাড়া বাদল তালুকদার খুন, ধর্ষণ, ডাকাতি, নারী নির্যাতন, লুটপাট, ছিনতাইসহ ৩৫ থেকে ৩৬টি মামলার আসামি ছিলেন। যার মধ্যে একটি ধর্ষণ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এখনো তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।’

সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়নের দাবি জানান তিনি।

এ সময় সাজেদা নামে এক ভোটার বলেন, “বাদল তালুকদারের নামে একটি সন্ত্রাসী বাহিনী ছিল। যাকে আমরা ‘বাদল বাহিনী’ নামে চিনতাম। তিনি এখন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের হুমকি-ধামকি দিচ্ছেন। আমরা সাধারণ ভোটারেরা ভোট দিতে পারব কি না সন্দেহ রয়েছে।”

সংবাদ সম্মেলনে ছিলেন যুবলীগ নেতা স্বপন সর্দার, আকন মোশারফ হোসেন, মেহেদী হাসান, সাইদুল ইসলাম প্রমুখ।

এদিকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদার বলেন, ‘আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। তিনি এ ঘটনার কোনো প্রমাণ দিতে পারলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মস্তফা বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছি।’

আগামী ১৬ এপ্রিল কালকিনি উপজেলার দুটি ও রাজৈর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

রাইজিংবিডি/মাদারীপুর/২ এপ্রিল ২০১৭/বেলাল রিজভী/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ