ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইসিসি’র সদস্যপদ ফিরে পেলো জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইসিসি’র সদস্যপদ ফিরে পেলো জিম্বাবুয়ে

বোর্ডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছিল আইসিসি। তবে তিন মাসের মাথায় আবারও আইসিসি’র সদস্যপদ ফিরে পেল জিম্বাবুয়ে। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সদস্যপদ ফিরে পাওয়ায় আগামী জানুয়ারিতে হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং পরবর্তীতে আইসিসি সুপার লিগে অংশগ্রহণে নিতে সমস্যা থাকছে না জিম্বাবুয়ের। তাদের সঙ্গে  শর্তসাপেক্ষে নিজেদের সদস্যপদ ফিরে পেয়েছে নেপালও।

নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সঙ্গে জিম্বাবুয়ে বোর্ডকে সতর্ক করে দেওয়া হয়েছে আইসিসি’র বোর্ড সভা থেকে। পূর্ণ সদস্য দেশ হিসেবে বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের বিধান থাকতে হবে।

গত জুলাইয়ে আইসিসি’র বার্ষিক সাধারণ সভায় জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। ওই নিষেধাজ্ঞার ফলে জিম্বাবুয়ের ক্রিকেটে আইসিসির সব ধরনের অনুদান বন্ধ ছিল। আইসিসির কোনো ইভেন্টে অংশ নেওয়ার অনুমতিও ছিল না আফ্রিকার দেশটির।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়