ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আগুনে নিহতদের স্বজনদের নিকট চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগুনে নিহতদের স্বজনদের নিকট চেক হস্তান্তর

গাজীপুরে লাক্সারি ফ্যান কারখানায় আগুনে নিহত শ্রমিকদের স্বজনদের নিকট অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুরে কারখানা কর্তৃপক্ষ গাজীপুর প্রেসক্লবের সামনে আনুষ্ঠানিকভাবে নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকার চেক প্রদান করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কারখানার হেড অব সেলস অফিসার মো. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘কারখানা যতদিন থাকবে ততদিন নিহত পরিবারের সদস্যদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে এবং উৎসব ভাতা দেয়া হবে। ‘

এসময় কারখানার লিগ্যাল অ্যাডভাইজার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

ওই আগুনের ঘটনায় ১০ জন নিহত হন। চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত নয়জনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে অনুদানের টাকা গ্রহণ করেন। নিহত ফয়সাল খানের স্বজন অনুপস্থিত ছিলেন।

এর আগে নিহতদের লাশ দাফন ও সৎকার করার জন্য কারখানার পক্ষ থেকে ২০ হাজার টাকা করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নিহতের স্বজনদের দেয়া হয়েছিল।

উল্লেখ‌্য, গত ১৫ ডিসেম্বর রাতে গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকার রুজা হাইটেক গ্রুপের লাক্সারি ফ্যান কারখানায় আগুনে ১০ শ্রমিক নিহত ও দুইজন দগ্ধ হয়।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়