ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আজ ব্যাংকে লেনদেন চলবে ৩টা পর্যন্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৮, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ০০:৩৬, ১৩ এপ্রিল ২০২১
আজ ব্যাংকে লেনদেন চলবে ৩টা পর্যন্ত

ব্যাংকগুলোতে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৩টা পর্যন্ত লেনদেন চলবে। লকডাউনে আগের দিন গ্রাহকদের চাপ সামলাতে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সর্বাত্মক লকডাউনে দেশের ব্যাংকিং কার্যক্রম ৭দিন বন্ধ থাকবে বলে সরকার সোমবার (১২ এপ্রিল) প্রজ্ঞাপন জারির পর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সরকার ঘোষিত বিধিনিষেধ আরোপের সময় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এ সময় ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে।

সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।

আলোচ্য সময়ে এটিএম ও কার্ডে লেনদেনের সুবিধার্থে পর্যাপ্ত পরিমাণ নোট সরবরাহ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএফ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়