ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আদালতে সেরেস্তাদারকে অপহরণের চেষ্টা

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আদালতে সেরেস্তাদারকে অপহরণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাদার নূর আলমকে অপহরণের চেষ্টার অভিযোগে র‌্যাব-২ এর উপ-পরিচালক মাহবুবকে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার সেরেস্তাদার নূর আলমকে তার কক্ষ থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন র‌্যাব-২ এর উপ-পরিচালক মাহবুব। এ সময় আইনজীবীরা বাধা দেন এবং তাকে ধরে ফেলেন। পরে ক্ষুব্ধ আইনজীবীদের হাত থেকে তাকে উদ্ধার করে কাঠগড়ায় আটক রাখে আদালত পুলিশ।

পরে আদালতের পক্ষ থেকে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে র‌্যাবের কমান্ডিং অফিসার ইফতেখার আদালতে আসেন। মাহবুবের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এ মর্মে মুচলেকা দিয়ে মাহবুবকে নিয়ে যান র‌্যাব-২ এর কমান্ডিং অফিসার।

আদালত পুলিশের উপ-পুলিশ কমিশনার মিরাশ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ঘটনার সময় সেখানে উপস্থিত হন আদালত, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ