ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আনকাকের কারিগরি সহযোগিতা চাইলেন দুদক চেয়ারম্যান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনকাকের কারিগরি সহযোগিতা চাইলেন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: কমিশনের সক্ষমতা বিকাশে দুর্নীতিবিরোধী বৈশ্বিক সংস্থা ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইন্সট করাপশানের (আনকাক) কারিগরি সহায়তা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার অস্ট্রিয়ার ভিয়েনায় আনকাকের দশম সেশনে তিনি সহযোগিতা চেয়ে বাংলাদেশে দুর্নীতিবিরোধী নানা দিক তুলে ধরেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য প্রেস বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানিয়েছেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কমিশনের সক্ষমতা বিকাশে আনকাকের কারিগরি সহায়তার প্রয়োজন রয়েছে। আমাদের অনুরোধ থাকবে আনকাক যেন অজ্ঞাত টাকা-পয়সা ও সম্পদের অনুসন্ধান, লোপাট সম্পদ শনাক্তকরণ ও উদ্ধার, গোপন অভিযান, নজরদারিসহ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, দুর্নীতিবিরোধী লড়াইয়ে সর্বাত্মক ও বহুমুখী কর্মপ্রয়াস প্রয়োজন। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাঠামোগত সংস্কার এবং সর্বস্তরে দক্ষ ও বিশেষায়িত স্বতন্ত্র সংস্থা গঠন করা।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতিসংঘ দুর্নীতিবিরোধী সনদ বাস্ববায়নে কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, ‘দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধে কার্যকর ও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যা দুর্নীতিবিরোধী অভিযানকে বিকশিত করছে। এই কর্মপ্রয়াসের অংশ হিসেবে কমিশন নতুন সাংগঠনিক কাঠামো গ্রহণ করেছে, যা আগের সাংগঠনিক কাঠামোর প্রায় দ্বিগুণ।’

এছাড়া কমিশন সম্পদ ব্যবস্থাপনা ইউনিট, তথ্যযোগাযোগ প্রযুক্তি এবং প্রশিক্ষণ অনুবিভাগ স্থাপন করেছে বলে সম্মেলনে জানান তিনি।


রাইজিংবিডি/ঢাকা/৪ সেপ্টেম্বর ২০১৯/এম এ রহমান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়