ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে তিন বিমা কোম্পানি

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ২৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে তিন বিমা কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের তিনটি প্রতিষ্ঠানেরর পরিচালনা পর্ষদের সভা আজ।

শনিবারের এ সভায় এসব কোম্পানি তাদের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারে।

কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পূরবী জেনারেল কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০১৭ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।  ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এ ছাড়া পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল সাড়ে ৫টা অনুষ্ঠিত হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়