ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আয়ারল্যান্ডকে হারিয়ে শীর্ষে জার্মানি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ারল্যান্ডকে হারিয়ে শীর্ষে জার্মানি

ক্রীড়া ডেস্ক : ২০২০ ইউরো বাছাইপর্বে জয়ে ফিরেছে জার্মানি। নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে জোয়াকিম লোর দল।

বেলফাস্টের উইন্ডসর পার্কে সোমবার রাতে প্রথমার্ধে দুই দলের লড়াইটা ছিল জমজমাট। শুরুতে এগিয়ে যেতে পারত আয়ারল্যান্ড। টনি ক্রুসের ভুলে বল পেয়েছিলেন কনর ওয়াশিংটন। তবে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করতে পারেননি আইরিশ স্ট্রাইকার।

এরপর তিনি সুযোগ নষ্ট করেন আরো একটি। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েছিল জার্মানিও। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি অতিথিরা। গোলশূন্য স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ৪৮ মিনিটে বাঁ পায়ের দারুণ এক ভলিতে গোলটি করেন ডিফেন্ডার মার্সেল হাসটেনবার্গ। জার্মানির হয়ে চার ম্যাচে এটাই তার প্রথম গোল।

আর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি জার্মানির জয় নিশ্চিত করেন সের্গে জিনাব্রি। ২০১৯ সালে জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ গোল করলেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার।

টানা তিন জয়ের পর আগের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল জার্মানি। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট হলো ১২। টানা চার জয়ের পর প্রথম হারের স্বাদ পাওয়া আয়ারল্যান্ডেরও সমান ১২ পয়েন্ট। তবে গোল পার্থক্যে শীর্ষে আছে জার্মানরা।

সোমবার রাতে গ্রুপের আরেক ম্যাচে এস্তোনিয়াকে ৪-০ গোলে হারানো নেদারল্যান্ডস চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

 

রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়