ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইতিহাসের সবচেয়ে বড় আইফোন আসছে আগামী বছর!

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ২৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতিহাসের সবচেয়ে বড় আইফোন আসছে আগামী বছর!

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। যারা বড় স্ক্রিনের আইফোন ব্যবহারের জন্য মুখিয়ে আছেন তাদের জন্য আসছে সুখবর। কোরিয়ান নিউজ সাইট ইটিনিউজের বরাত দিয়ে সিএনবিসি জানাচ্ছে, আগামী বছর আইফোনের ফ্ল্যাগশিপ ফোনের তিনটি ধরন থাকবে। স্মল বা ছোট, মিডিয়াম বা মাঝারি এবং লার্জ বা বড়।

তিনটি সাইজের ফোন নিয়ে আসবে ‘আইফোন ১২’। স্ক্রিনের সাইজ হতে পারে যথাক্রমে ৫.৪ ইঞ্চি, ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি! এখন পর্যন্ত আইফোন ৬.৭ ইঞ্চির ফোন বাজারে আনেনি। এটাই হবে আইফোনের ইতিহাসের সবচেয়ে বড় স্ক্রিনের ফোন, যা আইপ্যাড মিনি’র চেয়ে মাত্র ১ ইঞ্চি ছোট হবে। অর্থাৎ আপনি ফোনের মাঝেই পেতে পারেন আইপ্যাডের স্বাদ।

আবার ২০২০ সালেই নাকি আইফোন এসই সিরিজের দ্বিতীয় ফোন আসতে পারে, যার স্ক্রিনের সাইজ হবে ৪.৭ ইঞ্চি। তবে এসই সিরিজের দাম যেহেতু নাগালের ভেতরই থাকে, তাই এর দামও নাকি ৩৯৯ ডলারের মধ্যে থাকবে। অর্থাৎ ২০২০ সালে আইফোন ব্যবহারকারীরা যেমন বড় আকৃতির ফোন পাবেন তেমনি দেখা যাবে বাজেট ফোনও। তবে এর সব কিছুই সম্ভাব্য তথ্যের উপর ভিত্তি করে রিপোর্ট করেছে বলে জানিয়েছে সিএনবিসি।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়