ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইন্ডিপেনডেন্স কাপে খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ২৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্ডিপেনডেন্স কাপে খেলবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কায় ইন্ডিপেনডেন্স কাপে খেলতে সম্মতি জানিয়েছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি গত শুক্রবার থিলাঙ্কা সুমাথিপালা বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ২০১৮ সালে চার জাতি ইন্ডিপেনডেন্স কাপ আয়োজনের পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানিয়েছিল তারা। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে খেলতে বেশ আগেই সম্মতি দিয়ে দেয়। ভারতের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল লঙ্কানরা। সেটিও পেয়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

সভাপতি থিলাঙ্কা সুমাথিপালা সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামী বছর শ্রীলঙ্কায় ইন্ডিপেনডেন্স কাপ আয়োজনের পরিকল্পনা করছি। ভারত টুর্নামেন্টে খেলতে সম্মতি দিয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানও অংশ নিবে। টুর্নামেন্ট নিয়ে এরই মধ্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন।’  

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি জানিয়েছেন ভারতের ৭০তম স্বাধীনতা দিবসেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে লঙ্কানরা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়