ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইভিএম এখন টক অব দ‌্য কান্ট্রি : সিইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইভিএম এখন টক অব দ‌্য কান্ট্রি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন,  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এখন টক অব দ‌্য কান্ট্রি। এটা নিয়ে অনেক কথা হয়।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৪৯ উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগদান উপলক্ষে ১২ দিনব্যাপী এ কর্মশালায় আয়োজন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএমের ফলে এখন দশটা হুন্ডা বা বিশটা গুণ্ডার যুগ নেই। এদের ভাড়া করতে প্রার্থীদের যেতে হবে না। যারা ভোট ছিনতাই করবে, এদের কাছে যেতে হবে না। একমাত্র ইভিএমই পারে, ভোটারদের কাছে প্রার্থীদের নিয়ে যেতে ।’

তিনি বলেন, ‘অনেক দেশে ৪০ লাখ ভোটার নিয়ে জাতীয় নির্বাচনে ভোট হয়। আর আমাদের ঢাকা সিটিতে ৫৪ লাখ ভোটারের ভোট হলো।’

সিইসি বলেন, ‘আমাদের দেশে তো মলম পার্টি নিয়ে কাজ করতে হয়। ব্যাগ টানা পার্টি নিয়ে কাজ করতে হয়। আমাদের দেশে ক্যাসিনো মেম্বার নিয়ে কাজ করতে হয়। আমাদের পকেটমার নিয়ে কাজ করতে হয়। তারা কেউ হয়তো ভোটার, কেউ হয়তো কমিশনার হয়ে যায়।’

তিনি বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে বিরাট বিরাট মিছিল, পোস্টারে সয়লাভ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম, ৮০ শতাংশ ভোট হবে। কিন্তু ‍উল্টো হলো। আমার ধারণা, প্রার্থীরা ভোটারের কাছে না গিয়ে রাস্তায় গিয়েছে। ভোট কম পড়ার এটা একটা কারণ।’

এ সময় আরো উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

 

ঢাকা/হাসিবুল /ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়