ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ইভিএমে ভোট, তবে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইভিএমে ভোট, তবে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়

হাসিবুল ইসলাম মিথুন, নারায়ণগঞ্জ কাঞ্চন থেকে: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেয়া সহজ তবে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এমন কথা বলছেন কাঞ্চন পৌরসভার ভোটাররা।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে কাঞ্চন পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৫ টা পর্যন্ত।

১ নং ওয়ার্ডের ৪৩ নং তারৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট দেয়ার জন্য মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গেছেন।

কথা হয় মোহাম্মদ ইউসুফ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘অনেক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। খুব রোদ ও গরম পড়ছে। তার পরেও দাঁড়িয়ে আছি ভোট দেয়ার জন্য। তবে যা বুঝলাম, তাতে মনে হচ্ছে ইভিএমে ভোট দিতে একটু বেশি সময় লাগে।’ 

এ রকম আরো অনেক ভোটারই একথা বলছেন, যে রোদে দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টকর। তবে ইভিএমে ভোট দিয়ে তারা সবাই খুশি। 

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, ‘ইভিএমে ভোট দিতে একটু সময় লাগে। কারণ ভোটার সিরিয়াল মেলাতে হয়। তবে তুলনামূলক কম।’

উল্লেখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ৩৫ হাজার ৬৬৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৭৮ জন ও মহিলা ভোটার ১৭ হাজার ৪৮৭ জন। ৯টি ওয়ার্ডে মোট ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/হাসিবুল/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়