ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উইকেট নিয়ে ‘ওপেন মাইন্ডে’ বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইকেট নিয়ে ‘ওপেন মাইন্ডে’ বাংলাদেশ

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক: খুব বেশিদিন আগের কথা নয়।  সিলেটে অভিষেক টেস্টের উইকেট বুঝতে পারছিল না স্বাগতিক দল।  তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৩ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহর দল।  ঢাকায় অস্ট্রেলিয়াকে হারানোর পর চট্টগ্রামে হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের উইকেটের বিরুদ্ধ আচরণে সেই স্বপ্ন পূরণ হয়নি। 

স্বাগতিক দল উইকেটের শতভাগ সুবিধা নেবে সেটাই স্বাভাবিক।  চট্টগ্রামে শেষ ম্যাচে বাংলাদেশ সেই সুবিধা নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল মাত্র তিনদিনে।  এবার বাংলাদেশ কি একই রণকৌশল নিয়েছে? সেখানেই বিপত্তি।

বাংলাদেশ দল স্পিন অ্যাটাকে ভরপুর। প্রতিপক্ষ দলেও রয়েছে নামকরা স্পিনার। তাদের সামলানো কঠিন হবে ব্যাটসম্যানদের।  তাইতো স্পিন সহায়ক উইকেট হলে ভয় থাকে স্বাগতিক দলেরও।  উইকেট কেমন হবে তা নিয়ে অনেক ছিল জল্পনা-কল্পনা?

স্বাগতিক দলের অধিনায়ক সাকিবও মানছেন, ‘চট্টগ্রামের উইকেট যেমন দেখা যায়, তেমন হয় না। ’ এজন্য উইকেট নিয়ে বাড়তি উদ্বিগ্ন নন তিনি,‘আমরা আসলে উইকেট নিয়ে ওপেন মাইন্ডে আছি। যে ধরণের উইকেটই হবে, চেষ্টা করব সেটার সঙ্গে দ্রুততম সময়ে মানিয়ে নেওয়ার এবং প্রতিপক্ষের চেয়ে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার। সেটি করতে পারলে আমরা ভালো কিছু করতে পারব।’

টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ।  ব্যাটিং হোক বা বোলিং প্রথম ইনিংসে যারা এগিয়ে থাকে তাদেরই সফলতার হার বেশি। এজন্য টস হয়ে উঠে অতীব গুরুত্বপূর্ণ ইস্যু।  সাকিবের কন্ঠে একই সুর।

‘এশিয়াতে সবসময়ই টস অনেক গুরুত্বপূর্ণ হয়। বাড়তি সুবিধা একটু থাকবে (জিতলে)। তবে যতোই সুবিধা-অসুবিধা থাকুক, গুরুত্বপূর্ণ হলো যে আমরা বোলিং করি বা ব্যাটিং, শুরুটা যেন ভালো করতে পারি। ম্যাচের মোমেন্টাম আমাদের দিকে যেন নিতে পারি। এ রপর সেই মোমেন্টামটা ধরে রাখা আরও্ গুরুত্বপূর্ণ।’

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/৪ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়