ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উইজডেনের প্রচ্ছদে বিরাট কোহলি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইজডেনের প্রচ্ছদে বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি ভারতের দায়িত্ব ছাড়ার পর ক্রিকেটের সব ফরম্যাটের অধিনায়ক এখন বিরাট কোহলি। তার নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ও টেস্ট ফরম্যাটে সিরিজ জেতে টিম ইন্ডিয়া।

এমন সাফল্যের পর ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন কোহলি। উইজডেনের গত চারটি সংস্করণের মধ্যে এশিয়ান বংশোদ্ভূত হিসেবে কোহলি তৃতীয় ক্রিকেটার। এর আগে কোহলির প্রাক্তন সতীর্থ ও ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর এই সম্মাননা পেয়েছিলেন।

এ ছাড়া ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী ২০১৫ সালে প্রচ্ছদে জায়গা পান। উইজডেনের এই সংখ্যাটি আগামী এপ্রিলে প্রকাশ করা হবে।

কোহলিকে উইজডেনের প্রচ্ছদে জায়গা দেওয়া নিয়ে ম্যাগাজিনটির সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘কোহলি খুবই আধুনিক একজন খেলোয়াড়। উইজডেন আধুনিকভাবে সবার সামনে উপস্থাপনের জন্য তার চেয়ে ভালো কেউ হতে পারত না। স্টিভেন স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন ও এবি ডি ভিলিয়ার্সের মতো সে দারুণ প্রতিভাবান একজন ক্রিকেটার। সব ফরম্যাটে সে বিশ্বের চমৎকার একজন ব্যাটসম্যান।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়